জঙ্গিবাদ
আর মৌলবাদীদের হাত থেকে দেশকে বাচাতে হলে বাঙ্গালী জাতিকে আর একবার ৭১ এর
মতোই ঐক্যবদ্ধ হতে হবে এবং সেজন্য প্রত্যেক মহল্লায় গ্রামে গঞ্জে
ইউনিটে/ইউনিয়নে হাটে বাজারে থানা/উপজেলায় আওয়ামী লীগ সেচ্ছাসেবক লীগ,
বঙ্গবন্ধু সৈনিক লীগ,বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ ছাত্রলীগ তথা তৃনমূল পর্যায়ে
স্বাধীনতার স্বাপক্ষ শক্তিকে একসাথে সাংগঠনিকভাবে এগিয়ে যেতে হবে। মনে
রাখবেন ওরা ক্কমতায় এলে দেশ আবার পূর্ব পাকিস্তান বানিয়ে
ছাড়বে। ধংশ করে দেবে বাঙ্গালীর হাজার বছরের স্বপ্ন সুখ শান্তি ও সমৃদ্ধি।
কাজেই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ভুলে যেতে হবে দলীয় কোন্দল, ক্ষমতার
লড়াই, স্বার্থের চিন্তা চেতনা। দেশকে ভালোবাসলে কিছু না পাবার আশায়ই করতে
হয়। আপনি দেশকে যা'দিলেন, তাঁর ফল আপনার আগামী দিনের শিশুরা ভোগ করবে।
কাজেই তাদের সোনালী ভবিষ্যতের কথা ভেবেই দলকে শক্তিশালী করার চেষ্টা করুন।
ইনশাল্লাহ আবারো আওয়ামী লীগ ক্কমতায় যাবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
No comments:
Post a Comment